এ বছরের সেপ্টেম্বরেই বাজারে আসছে বড় স্ক্রিনের
দুটি নতুন আইফোন। অ্যাপলের চীনা সাপ্লাই চেইন থেকে এই খবর লিক হয়েছে বলে
জানিয়েছে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান।
ছোট মডেলটির স্ক্রিনের আড়াআড়ি মাপ হবে ৪.৭ ইঞ্চি, তবে দেখতে হবে প্রায়
আইফোন ৫এস এর ৪ ইঞ্চি স্ক্রিনের মতোই। ফ্যাবলেট শ্রেণিভুক্ত বড় মডেলটির
স্ক্রিন আনুপাত হবে ৫.৫ ইঞ্চি, যা স্যামসাংয়ের নোট ৩ এর ৫.৭ ইঞ্চি
স্ক্রিনের সমান।
কথিত ওই লিক বিষয়ে এক প্রতিবেদনে সংবাদবিষয়ক সাইট ব্লুমবার্গ জানায়, নতুনেএসব মডেলদুটি আগেরগুলোর তুলনায় আরও স্লিম ও পাশে গোলাকার হবে। তবে জটিল ডিজাইনের কারণে বড় মডেলগুলোর উৎপাদন প্রক্রিয়া বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছে। ব্যাপকভাবে উৎপাদন শুরু করতে হলে এই বাধাগুলো অতিক্রম করতে হবে প্রতিষ্ঠানটির, জানিয়েছে ব্লুমবার্গ।
নতুন মডেলগুলোর জটিলতা নিয়ে একটি রিসার্চ রিপোর্ট প্রকাশ করেছে এনালিস্ট ফার্ম কেজিআই। বড় স্ক্রিনের আইফোনটির সঙ্গে একটি অপটিকাল ইমেজ স্ট্যাবিলাইজিং লেন্স দেওয়া হতে পারে বলে রিসার্চ রিপোর্টে উল্লেখ করেছে তারা। এছাড়া ৪.৭ ইঞ্চি মডেলটি থেকে আলাদা করার উদ্দেশ্যে ৫.৫ ইঞ্চি মডেলটিতে আরও কিছু ফিচার যোগ করা উচিৎ বলে রিপোর্টে মন্তব্য করে কেজিআই।
অ্যাপলের ডাব্লিউডাব্লিউডিসি ইভেন্টে আইওএস ৮ এর নতুন ফিচার ‘অ্যাডাপটিভ ডিসপ্লে’ প্রদর্শন করে প্রতিষ্ঠানটি। ফিচারটি একটি ডেভেলপার প্রোগ্রাম যা বিভিন্ন সাইজের স্ক্রিনের সঙ্গে মানানসই অ্যাপ তৈরিতে সাহায্য করে অ্যাপ ডেভেলপারদের। ফিচারটি বড় স্ক্রিনের ডিভাইসগুলোর ব্যবহার সহজ করবে।
নতুন ডিভাইসগুলোর ডিসপ্লেতে স্যাফায়ার ক্রিস্টাল ব্যবহার করা হবে বলে জানিয়েছে গার্ডিয়ান। এখন পর্যন্ত কেবল ক্যামেরার লেন্স তৈরিতে স্যাফায়ার ক্রিস্টাল ব্যবহার করেছে অ্যাপল। তবে নতুন ডিভাইসগুলোতে প্রেশার সেনসেটিভ সেন্সর থাকার গুজব থাকলেও তা হওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছে সাইটটি।
বড় স্ক্রিনের আইফোন বাজারে আসার সম্ভবনা প্রসঙ্গে অ্যাপলের সিইও টিম কুক বললেন, প্রয়োজনীয় টেকনোলজি তৈরি না হওয়া পর্যন্ত বড় স্ক্রিন ব্যবহার করতে চাচ্ছেন না তারা, তবে করা হতে পারে বলে জানান তিনি।
কথিত ওই লিক বিষয়ে এক প্রতিবেদনে সংবাদবিষয়ক সাইট ব্লুমবার্গ জানায়, নতুনেএসব মডেলদুটি আগেরগুলোর তুলনায় আরও স্লিম ও পাশে গোলাকার হবে। তবে জটিল ডিজাইনের কারণে বড় মডেলগুলোর উৎপাদন প্রক্রিয়া বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছে। ব্যাপকভাবে উৎপাদন শুরু করতে হলে এই বাধাগুলো অতিক্রম করতে হবে প্রতিষ্ঠানটির, জানিয়েছে ব্লুমবার্গ।
নতুন মডেলগুলোর জটিলতা নিয়ে একটি রিসার্চ রিপোর্ট প্রকাশ করেছে এনালিস্ট ফার্ম কেজিআই। বড় স্ক্রিনের আইফোনটির সঙ্গে একটি অপটিকাল ইমেজ স্ট্যাবিলাইজিং লেন্স দেওয়া হতে পারে বলে রিসার্চ রিপোর্টে উল্লেখ করেছে তারা। এছাড়া ৪.৭ ইঞ্চি মডেলটি থেকে আলাদা করার উদ্দেশ্যে ৫.৫ ইঞ্চি মডেলটিতে আরও কিছু ফিচার যোগ করা উচিৎ বলে রিপোর্টে মন্তব্য করে কেজিআই।
অ্যাপলের ডাব্লিউডাব্লিউডিসি ইভেন্টে আইওএস ৮ এর নতুন ফিচার ‘অ্যাডাপটিভ ডিসপ্লে’ প্রদর্শন করে প্রতিষ্ঠানটি। ফিচারটি একটি ডেভেলপার প্রোগ্রাম যা বিভিন্ন সাইজের স্ক্রিনের সঙ্গে মানানসই অ্যাপ তৈরিতে সাহায্য করে অ্যাপ ডেভেলপারদের। ফিচারটি বড় স্ক্রিনের ডিভাইসগুলোর ব্যবহার সহজ করবে।
নতুন ডিভাইসগুলোর ডিসপ্লেতে স্যাফায়ার ক্রিস্টাল ব্যবহার করা হবে বলে জানিয়েছে গার্ডিয়ান। এখন পর্যন্ত কেবল ক্যামেরার লেন্স তৈরিতে স্যাফায়ার ক্রিস্টাল ব্যবহার করেছে অ্যাপল। তবে নতুন ডিভাইসগুলোতে প্রেশার সেনসেটিভ সেন্সর থাকার গুজব থাকলেও তা হওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছে সাইটটি।
বড় স্ক্রিনের আইফোন বাজারে আসার সম্ভবনা প্রসঙ্গে অ্যাপলের সিইও টিম কুক বললেন, প্রয়োজনীয় টেকনোলজি তৈরি না হওয়া পর্যন্ত বড় স্ক্রিন ব্যবহার করতে চাচ্ছেন না তারা, তবে করা হতে পারে বলে জানান তিনি।